ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

মোরার আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পানের বরজ ও সুপারী বাগান

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৭ জুন ২০১৭ বুধবার | আপডেট: ১০:২৬ এএম, ৭ জুন ২০১৭ বুধবার

ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজারে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পানের বরজ ও সুপারী বাগান। নষ্ট হয়েছে জেলার এক-তৃতীয়াংশ পানের বরজ ও সুপারী গাছ। এতো ক্ষতির পরও কোন সহযোগিতা না পাওয়ার অভিযোগ চাষীদের। তবে, কৃষি কর্মকর্তাদের দাবি, কৃষকদের ঘুরে দাঁড়াতে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। 

উখিয়া ও টেকনাফের অন্যতম কৃষি পণ্য পান-সুপারি। পান বরজের এ দৃশ্যই বলে দেয় সংশ্লিষ্ট কৃষকের ক্ষতির পরিমাণ। বরজের পাশাপাশি সুপারি বাগানেও চলেছে মোরার ব্যাপক তান্ডব।
কৃষি বিভাগের তথ্য মতে, কক্সবাজার জেলায় ১ হাজার হেক্টর পানের বরজ ও ২০ হাজার হেক্টর সুপারি বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে। পান বরজ ও সুপারি বাগান মালিকদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ছাপ। ক্ষতি পোষান নিয়ে চিন্তিত তারা।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর আশ্বাসের পরও কোন সহায়তা পাননি ক্ষতিগ্রস্তকৃষক।
কৃষকদের যাবতীয় পরামর্শ দিতে সকল উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট এ কর্মকর্তা।
মোরার আঘাতে পান ও সুপারি বাগানের পাশাপাশি ৮৩৫ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজীও নষ্ট হয়েছে।