ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

আজ বৈঠকে বসছেন ডি-৮ শীর্ষ নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

উন্নয়নশীল আটটি দেশ নিয়ে গঠিত জোট ডি-৮ এর দশম সম্মেলনের সমাপনী দিনে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বৈঠকে বসছেন শীর্ষ নেতারা। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া বৈঠকে ডি-৮ জোটের রাষ্ট্র বা সরকারপ্রধানরা বক্তব্য দেবেন। বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হল- মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

সম্প্রতি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পর্যটন ক্ষেত্রে আন্তঃ ডি-৮ সহযোগিতা বৃদ্ধিসহ আন্তর্জাতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে সম্মিলিত নীতিগত অবস্থান গ্রহণ করা হবে।

এবারের শীর্ষ সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ, এর মেয়াদ থাকবে পরবর্তী দুই বছর।

প্রসঙ্গত, সোমবার (৫ এপ্রিল) ‘বৈশ্বিক রূপান্তরের জন্য অংশীদারিত্ব : যুব সম্প্রদায় ও প্রযুক্তি শক্তির মুক্তি’- এ প্রতিপাদ্যে চার দিনব্যাপী সম্মেলন শুরু হয়। শুরুর দিনে ডি-৮ কমিশনের ৪৩তম সেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। একই দিনে সাইডলাইনে প্রথমবারের মত ডি-৮ ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের দ্বিতীয় দিন ডি-৮ কমিশনের সভায় ‘ঢাকা ঘোষণা-২০২১’ এবং জোটটির আগামী দশ বছরের কর্মপরিকল্পনার রোডম্যাপ ডি-৮ কমিশনারদের পর্যায়ে গৃহীত হয়।

সবশেষ বুধবার (৭ এপ্রিল) ভার্চুয়াল মাধ্যমে শীর্ষ বৈঠকের প্রস্তুতিমূলক সভা হিসেবে ১৯তম ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্সের সেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
এসএ/