ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের শাহাদাতবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬ এএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আজকের এই দিনে রাঙামাটির মহালছড়িতে পাকিস্তানি হানাদারদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।

মুক্তিযুদ্ধে রাঙামাটি-মহালছড়ি বুড়িঘাটা নৌপথে মুন্সী আবদুর রউফ মেশিনগানার হিসেবে দায়িত্বরত ছিলেন। ৮ এপ্রিল হানাদারদের মর্টার ও ভারী অস্ত্রের প্রচ গোলাবর্ষণের মুখে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। ওই ভয়াবহ পরিস্থিতিতেও একমাত্র ল্যান্স নায়েক রউফ তার নিজের অবস্থান থেকে মেশিনগান নিয়ে শত্রুদের পাল্টা জবাব দিতে থাকেন।

এ সময় তার আক্রমণে পাকিস্তানি হানাদারদের দুটি লঞ্চ ও একটি স্পিডবোট পানিতে ডুবে যায় এবং দুই প্লাটুন শত্রুসেনা হতাহত হয়। তবে শত্রুদের মর্টারের একটি গোলা হঠাৎ গায়ে লাগলে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। পরে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার চিংড়িখালের পাড়ে তাকে সমাহিত করা হয়।
এসএ/