ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিয়ে বিপাকে বিমানবন্দর কর্তৃপক্ষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২ এএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার | আপডেট: ১১:৫৫ এএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, কোয়ারেন্টাইনে যেতে যাত্রীদের অনীহা একেবারে শুরু থেকেই। সরকারের নির্দেশনার কথা জানানোর পরও বিক্ষোভ করছেন যাত্রীরা, এমনকি তাদের স্বজনরাও।

চলছে করোনার দ্বিতীয় ঢেউ। সারাদেশেই সংক্রমণের ঊর্ধ্বগতি। দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপসহ বেশকিছু দেশের সঙ্গে আকাশ যোগাযোগ বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একইসঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন।

তবে কোয়ারেন্টাইনে পাঠাতেই যত বিপত্তি। নানা অজুহাতে কোয়ারেন্টাইনে যেতে অনীহা তাদের। এ নিয়ে বিমানবন্দর কর্মীদের সঙ্গে মাঝেমধ্যেই বাকবিতণ্ডাও শুরু করেন যাত্রীরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, করোনার শুরু থেকেই কোয়ারেন্টাইনে যেতে যাত্রীদের আপত্তি। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোরভাবে সরকারি নির্দেশনা মেনে চলার কথা জানান তিনি।

তৌহিদ উল আহসান বলেন, কেউ কেউ টাইলস ভেঙে ফেলে, অনেক সময় গ্লাস ভেঙে ফেলে। হেলথ কাউন্টারগুলো তারা সমূলে উৎপাটন করতে চায়। অন্যান্য স্থাপনাও তারা ভেঙে ফেলতে চায়। অনেক চাপের মধ্যেই আসলে আমরা থাকি এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের যাত্রীদের নিয়ে। অনেকে আবার অনেক ধরণের উস্কানিমূলক কথাবার্তা বলে। আসলে কেউ এসে না দেখলে বিশ্বাস করতে চাইবে না যে তারা আসলে কি কি করে।

বিমানবন্দর পরিচালক মনে করেন, যাত্রীরা রাষ্ট্রের সিদ্ধান্ত মানলে করোনা নিয়ন্ত্রণে কাজে দেবে। ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বলেন, তারা শুধু নিজেদের স্বার্থের কথাই চিন্তা করে যে, আমরা আসছি, আমরা কেন শুধু শুধু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাবো। আমরা তো সার্টিফিকেট নিয়েই আসছি। আমরা তো অনেক কষ্ট করে আসছি। আমরা এখন বাড়ি যাবো।   
 
তবুও সংক্রমণরোধে বিমানবন্দর কর্তৃপক্ষ সরকারের সকল নির্দেশনাই বাস্তবায়ন করবে বলেই জানান পরিচালক।

দেখুন ভিডিওতে- 

এনএস/