ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

সরকারের বর্তমান মেয়াদেই তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০২:২০ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার

সরকারের বর্তমান মেয়াদেই তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর সেতুভবনে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সাথে সৌজন্য সাক্ষাত শেষে এ মন্তব্য করেন তিনি। ভারত- বাংলাদেশ- ভূটান ও নেপালের সাথে আন্তযোগাযোগের বিষয়টি নিয়ে শিগগিরই কার্যকরী ব্যবস্থা শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। জুলাই মাসে ফেনি নদীর উপর সেতু নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভারতীয় প্রতিনিধি বাংলাদেশে আসবে বলেও জানান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।