ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

বিএনপির ঘোষিত ভিশন ২০৩০ আওয়ামী লীগের রূপকল্প ২০২১ এর প্রতিচ্ছবি

প্রকাশিত : ০১:৪২ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৫:০১ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার

বিএনপির ঘোষিত ভিশন ২০৩০ আওয়ামী লীগের রূপকল্প ২০২১ এর প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন পধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনিপর দেয়া ভিশনের অধিকাংশই বাস্তবায়ন হয়েছে, বাকিগুলোর কাজ আগামী অর্থবছরে শেষ হবে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রূপকল্পে দীর্ঘ ফর্দ দেওয়া হলেও কিভাবে এটা বাস্তবায়ন করা হবে, তা স্পষ্ট নয়। বিএনপির রাজনীতির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলাসহ নানা ধরনের সন্ত্রাসী কাজের পর তাদের এ আশার বানী বেমানান। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সবদিক বিবেচনা করে তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য রামপালকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু একটি মহল ভিত্তিহীন ও মনগড়া বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।