ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তুলতে চায় ২০২১ সালের মধ্যে

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৬:০৩ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার

২০২১ সালের মধ্যে সরকার দশকে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার চিকিৎসা সেবাকে অগ্রাধিকার দিয়ে জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণসহ নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। এজন্যে চিকিৎসকদেরও অগ্রনী ভুমিকার রাখার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালটির সভাপতি ডা: এ এফএম ফজলুল হক।