ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৫ ১৪৩১

কোহলিকে হটিয়ে শীর্ষে বাবর আজম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে হটিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যান র‍্যাঙ্কিং তালিকার শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের দলনেতা বাবর আজম। ৪১ মাস পর চিরপ্রতিদ্বন্দ্বী অধিনায়কের কাছেই শীর্ষস্থান হারাতে হলো কোহলিকে। ২০১৭ সালের অক্টোবরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন টিম ইন্ডিয়ার দলনেতা। 

দক্ষিণ আফ্রিকা সফরে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২২৮ রান করেন বাবর। সেই সুবাদে ৮৬৫ রেটিং নিয়ে শীর্ষে উঠলেন তিনি। ৮৫৭ রেটিং থাকা কোহলি নেমে গেছেন দ্বিতীয় স্থানে। ৮২৫ রেটিং নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা।

জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিঁয়াদাদ (১৯৮৮-৮৯) এবং মোহাম্মদ ইউসুফের (২০০৩) পর চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে শীর্ষে উঠলেন বাবর।

শুধু বাবর আজমই নন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের ফাখর জামান, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজেরও। উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক হেনরিক ক্লাসেন ও ওপেনার এইডেন মার্করামেরও।

তিন ম্যাচের ওই সিরিজে দু’টি দুর্দান্ত সেঞ্চুরিতে ৩০২ রান করেন ফখর জামান। এতে শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি ওপেনার। পাঁচ ধাপ এগিয়ে ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছেন ফখর। আর তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১১তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি পেসার আফ্রিদি।

এনএস/