ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

মতিন খসরুর প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে জাতীয় সংসদের সার্জেন্ট এট আর্মস সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপির কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অঙ্গনে একাদশ জাতীয় সংসদের ২৫৩ কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু এমপির নামজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর পর বিভিন্ন স্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নিজ গ্রাম কুমিল্লার মিরপুরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আবদুল মতিন খসরু।
সূত্র : বাসস
এসএ/