ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

মওদুদ আহমদের গুলশানের বাড়িটি রাজউকের নিয়ন্ত্রনে

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৭:২৯ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার

সর্বোচ্চ আদালতের রায়ের পর বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়িটির নিয়ন্ত্রন নিলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। বাড়ির মালামাল বের করে গুলশান ৫১ নম্বর সড়কে মওদুদেরই আরেকটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। কোনো রকম নোটিশ না দিয়ে এভাবে উচ্ছেদ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
পুলিশকে সঙ্গে নিয়ে বুধবার বেলা ২টার দিকে গুলশান ২ নম্বর সড়কের ১৫৯ নম্বর বাড়িতে প্রবেশ করেন রাজউক কর্মকর্তারা। পরে একের পর এক মালামাল বের করে ট্রাকে তোলা নিয়ে যাওয়া হয়।  সেগুলো পৌছে দেয়া হয় গুলশানের ৫১ নম্বর রোডে মওদুদেরই আরেকটি ফ্ল্যাটে।
এর আগে আলোচিত ১৫৯ নম্বর বাড়িটি ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সামনের সড়কে জলকামান, প্রিজনভ্যান, সাঁজোয়া যান ও বুলডোজার রাখা হয়। রাজউক কর্মকর্তা ও পুলিশ ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
আড়াইটার কিছু পর সেখানে যান ব্যারিস্টার মওদুদ আহমেদ। কোনরকম নোটিশ না দিয়ে বেআইনীভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। বিষয়টিকে তিনি রাজনৈতিক প্রতিহিংসার সর্বোচ্চ উদাহরন হিসেবেও মন্তব্য করেন।
তবে বাড়ি নিয়ন্ত্রনে নেয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি রাজউক কর্মকর্তারা। ১৯৭২ সাল থেকে মওদুদ আহমদ ওই বাড়িতে বসবাস করছিলেন। ভুয়া আম মোক্তারনামা তৈরী করে মওদুদের ভাইয়ের নামে বাড়িটি দখল নেয়ার অভিযোগ মামলা করে দুদক। আদালতের রায় তাদের বিপক্ষে যায়। পরে ব্যারিস্টার মওদুদ রিভিউ করলে তাও খারিজ করে দেয় আপিল বিভাগ।