ঢাকা, সোমবার   ১১ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৬ ১৪৩১

পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মুজিবনগর দিবসের সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবসের সূচনা করা হয়েছে। মুজিবনগর সৃতিসৌধের পাদদেশে শেখ হাসিনা মঞ্চের পাশে পতাকা উত্তোলন করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) সকালে সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আনসার ভিডিপি কমান্ডার রাকিবুল ইসলাম। 

পতাকা উত্তোলনের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

এএইচ/