ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

সিরাজগঞ্জের নির্মানাধীন বাধে ধস, এলাকায় আতঙ্ক

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৩ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার

সিরাজগঞ্জের চৌহালীতে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন বাধের জোতপাড়া অংশে ধসে গেছে ১৫ মিটার। এ ঘটনায় এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাধের তলদেশে গর্তের সৃষ্টি হওয়ায় ধসের ঘটনা ঘটেছে। এতে মুল বাধ নির্মানে কোন প্রভাব পড়বেনা। বৃহস্পতিবার যমুনা নদীর চৌহালীর জোতপাড়া অংশে ১৫ মিটার ও গভীরে ৬৭ মিটার ধসে যায়। বর্তমানে ধসে যাওয়া স্থানে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ। দফায়-দফায় এমন ভাঙ্গনের ফলে মুল বাধটিও ঝুঁকির মধ্যে পড়েছে বলে মনে করছেন এলাকাবাসী। গত মাসে দুইবার এ বাধের খগেনের ঘাট ও আলীয়া মাদ্রাসা অংশে ধসের ঘটনা ঘটে।