ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

‘একটাই কল দ্যাট’স অল’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯ এএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ক্রেতা সাধারণের জন্য শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে ঘরে বসেই সিঙ্গার পণ্য ক্রয়ের একটি বিশেষ সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিকস রিটেইলার ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

‘একটাই কল দ্যাট’স অল’ নামক এই সার্ভিসের আওতায় ক্রেতাগণ দেশের যে কোনও প্রান্ত থেকে নিরাপদে ঘরে বসেই ১৬৪৮২ নম্বরে একটা কল করে সিঙ্গার থেকে কোনও পণ্য কিনতে চাইলেই, ২৪ ঘণ্টার মধ্যে ক্রেতার ঘরে পণ্যটি পৌঁছে দেবে সিঙ্গার। ক্রেতা পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করবেন। সাথে থাকছে ফ্রি হোম ডেলিভারীর সুবিধা। 

দেশে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়, ক্রেতা সাধারণকে ঘরে নিরাপদে থাকার জন্য উদ্বুদ্ধ করতে এবং লকডাউনের সময়কালে হোম অ্যাপ্লায়েন্স কিংবা ইলেকট্রনিক্স পণ্যের জরুরি প্রয়োজন মেটাতেই এমনই সেবা চালু করলো সিঙ্গার!

এনএস/