ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

কলারোয়ায় কৃষকের ধান কেটে দিলেন কৃষি কর্মকর্তা

কলারোয়া (সাতক্ষীরা প্রতিনিধি)

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

সাতক্ষীরার কলারোয়ায় কৃষকের ধান কাটলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। তিনি বুধবার উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর মাঠে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি মেনে কৃষক আতিয়ার রহমানের ধান কেটে দিলেন। 

আলাইপুর গ্রামের কৃষক আতিয়ার রহমান জানান, তিনি ওই মাঠে ১ বিঘা জমিতে ব্রি-৬৩ ধান চাষ করেন। করোনাকালীন সময়ে তার মাঠের ধানে পাক ধরে। এসময় ধান কাটার জন্য কোন লোক পাওয়া যাচ্ছিল না। এই খবর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানতে পেরে তিনি নিজে মাঠে আসেন এবং ব্রি-৬৩ ধান কেটে দেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার লুৎফর রহমান, একেএম মামুনুর রশিদ, শেখ বাবু আহম্মেদ, তাপস কুমার রায়, মাহমুদুল কবির মিলন, মৃর্নাল কান্তি মণ্ডলসহ এলাকার চাষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, এর আগে ব্রি-৬৩ ধান চাষে প্রতি হেক্টরে ৬ মেট্রিক টন করে পেয়েছে কৃষকরা। কিন্তু আলাইপুর গ্রামের চাষী আতিয়ার রহমান এক বিঘা জমিতে ব্রি-৬৩ ধান চাষ করে ২৫ মণ ধান পেয়েছেন। ব্রি-৬৩ ধান চাষ করে কৃষকরা অনেক খুশি।
এএইচ/ এসএ/