ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭টি কলেজের সংকট নিরসনের দাবি
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৪ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭টি কলেজের চলমান সংকট নিরসনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ইডেন কলেজসহ ৭টি কলেজের শিক্ষার্থীরা। অধিভূক্ত কলেজগুলোর ব্যাপারে নীতিমালা প্রণয়ন ও প্রকাশ, দ্রুত সময়ের মধ্যে সম্মান তৃতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা নেয়াসহ ৭ দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। চলমান সংকট নিরসনের দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স¥ারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেও আশানুরুপ ফল না প্ওায়ায় ক্ষোভ প্রকাশ করে তারা।