ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

প্রকাশ্য রাস্তায় ফেলে নারীকে উপুর্যুপরি পেটালো অস্ত্রধারীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার

নারায়ণগঞ্জে বীরদর্পে প্রকাশ্য রাস্তায় ফেলে এক নারীকে উপুর্যুপরি পিটিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে শহরের কিল্লারপুল মোড়ের এ ঘটনায় ভুক্তভোগী নারী আহতাবস্থায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গিয়ে ১০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, কিল্লারপুল এলাকার এনায়েত আলী চিশতিয়া মাজারে প্রধান খাদেম হিসেবে দেখাশোনা করে আসছিল মোছাম্মৎ মাহবুবা আক্তার নুপূর। মাজার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সন্ত্রাসী ইরান, রিপন, হুজুল, ফারুক, আমির, মনির, লাদেন, নিক্কাত, রনি ও আহমদ মিয়া মাজারের ভিতরে প্রবেশ করে দান বাক্স লুট করার চেষ্টা চালায় এবং মাজারের তালা ভেঙ্গে ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

এসময় মাহবুবা আক্তার নুপূর তাদের বাধা দিলে সন্ত্রাসীরা নুপুরের উপর ক্ষিপ্ত হয়। নুপুর ভয়ে কিল্লারপুলের একটি মোবাইলের দোকানে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে সন্ত্রাসীরা নুপুরকে টেনে হেঁচড়ে রাস্তায় ফেলে উপুর্যুপরি লাঠিসোটা এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

এসময় নুপূরের সঙ্গে থাকা নগদ ১৬ হাজার টাকা, ১০ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি ব্রেসলেট ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। তার আর্তচিৎকার সত্ত্বেও সন্ত্রাসীদের ভয়ে কাছে আসেনি আশপাশের লোকজন। নুপূরকে মারধর ও ছুরিকাঘাতের পর প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় এবং মামলা মোকদ্দমা করলে যে কোনও সময় দুনিয়া থেকে বিদায় করে দিবে বলেও হুমকি দেয় তারা। 

পরবর্তীতে নুপূরের আত্মীয় স্বজন খবর পেয়ে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা গ্রহণ করে আহত নুপূর বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলার প্রস্ততি চলছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এনএস/