ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার

জিম্বাবুয়ের রাজধানী হারারের ৩২ কিলোমিটার পূর্বে আর্কতুরুসের একটি বাড়িতে শুক্রবার দেশটির বিমানবাহিনীর (এএফজেড) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছে। খবর সিনহুয়ার।

এএফজেডের এক বিবৃতিতে বলা হয়, এ দুর্ঘটনায় নিহত চার জনের মধ্যে রয়েছে বিমানে থাকা দুই পাইলট, এক জন টেকনিশিয়ান এবং ওই বাড়ির অভ্যন্তরে থাকা এক শিশু।

এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হওয়া আরেক কিশোরী ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফজেড জানায়, আগুস্তা বেল ৪১২ নামের এ হেলিকপ্টার প্রশিক্ষণ মিশনের জন্য দুই পাইলট এবং এক জন এয়ারক্রাফট টেকনিশিয়ান নিয়ে ম্যানিয়ামি বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে।

এ হেলিকপ্টারের সাথে নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আর্কতুরাসে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

এএফজেডের কমান্ডার এয়ার মার্শাল এলসন মোয়ো বলেন, ‘দুঃখজনক এ দুর্ঘটনায় তারা নিহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি।’

মোয়ো বলেন, এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে।
এসএ/