ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ বেড়েছে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রবিবার

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা গেছে। লকডাউন উপেক্ষা করে ঢাকামুখী শত শত যাত্রী পারাপার হচ্ছেন সামাজিক দূরত্ব ছাড়াই। 

আজ রোববার থেকে দোকানপাট, শপিংমল খুলে দেওয়ার কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে বল জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

সর্বাত্মক লকডাউনের কারণে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপারের জন্য এই নৌরুট সীমিত আকারে চালু ছিল। এই সুযোগে ফেরিতে শতশত যাত্রী পারাপার হচ্ছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এই রুটে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এই রুটে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এএইচ/