ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

ঘূর্ণিঝড় মোরায় নিখোঁজ জেলেরা ফিরবে কিনা তা নিয়ে শঙ্কিত স্বজনরা

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৯ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০২ পিএম, ৯ জুন ২০১৭ শুক্রবার

এখনো কান্নার রোল কক্সবাজারের উপকুলবর্তী জেলে পল্লীগুলোতে। ঘূর্ণিঝড় মোরায় নিখোঁজ জেলেরা আর ফিরে আসবেন কিনা তা নিয়ে শঙ্কিত স্বজনরা। গত কদিনে ফিরে আসা জেলেদের চোখে মুখেও এখনো আতংকের ছাপ। শরীরের আঘাতের চিহ্ন থাকলেও পাচ্ছেন না যথাযথ চিকিৎসা।
কক্সবাজারের মহেশখালীর পুটিবিলা এলাকার অলি আহমদ ও জান্নাত আরা। সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি তাদের দুই সন্তান।
শুধু এ ২ জন নয়। এই গ্রামে নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জেলে।
ঘূর্ণিঝড় মোরার পর ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে এই গ্রামের ৩৩ জেলেকে। উদ্ধার পেলেও মোরার ভয়াবহতা ভুলতে পারছেননা তারা।
ঘরে ফিরলেও শরীরে রয়েছে আঘাতের নানা চিহ্ন। কিন্তু টাকার অভাবে অনেকেই চিকিৎসাও নিতে পারছেননা।
প্রশাসন জানায়, মহেশখালীতে নিখোঁজ ৮২ জনের মধ্যে এক জনের মৃতদেহ এবং ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৪৮ জন।
কেবল মহেশখালী নয়, কক্সবাজার জেলার কুতুবদিয়া, পেকুয়াসহ উপকুলে আরো অনেক জেলে নিখোঁজ রয়েছে। তাদের সঠিক পরিসংখ্যা জানেন না প্রশাসনও।