ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৩ ১৪৩২

১৯ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান এবং ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। মন্ত্রী আজ সকাল ১১টায় ভার্চুয়ালী আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল থেকে বোরো ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান এবং চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, এর মধ্যে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।

গত বোরো মৌসুমে ৬ লাখ মেট্রিক টন ধান ও ১১ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। -বাসস।

এনএস/