ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

জিম্বাবুয়ের টেস্ট দলে নতুনের জোয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার

টি-টোয়েন্টি সিরিজের পর এবার জিম্বাবুয়ের টেস্ট সিরিজের দলেও উঠেছে নতুনের জোয়ার। জাতীয় দলে নতুনদের সুযোগ দিতে যেন উঠেপড়ে লেগেছে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে, যেখানে নতুন মুখ আছেন ৫ জন।

১৬ সদস্যের এই স্কোয়াডে প্রথমবারের মত ডাক পাওয়া এই ৫ ক্রিকেটার হলেন- স্পিনার মিল্টন শুম্বা ও রয় কাইয়া, পেসার রিচার্ড এনগারাভা, তানাকা চিভানগা ও লুক জংওয়ে। এদের মধ্যে চিভানগা এখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বাকিদের রঙিন পোশাকে জিম্বাবুয়ের হয়ে খেলার অভিজ্ঞতা আছে।

শারীরিক অসুস্থতার কারণে সর্বশেষ সিরিজে অনুপস্থিত থাকলেও এই সিরিজের দলে ফিরেছেন ব্রেন্ডন টেলর। তবে এখনও দলে ফেরেননি ক্রেইগ আরভিন। দীর্ঘস্থায়ী ইঞ্জুরিতে পড়া সিকান্দার রাজাও নেই। অন্যদিকে বাদ পড়েছেন রায়ান বার্ল, ওয়েসলে মাধেভেরে, রিচিমন্ড মুতুম্বামি ও ব্র্যান্ডন মাভুতা।

এদিকে, দীর্ঘ তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন টেন্ডাই চিসোরো। এর আগে একটি টেস্টই খেলেছেন তিনি, ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আগামী ২৯ এপ্রিল থেকে হারারেতে শুরু হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। ৭ মে একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

একনজরে জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: 
শন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভানগা, লুক জংওয়ে, রয় কাইয়া, কেভিন কাসুজা, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ড তিরিপানো।

এনএস/