ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

সিলেট-১ আসন থেকে আবারও নির্বাচন করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৯ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৯ পিএম, ৯ জুন ২০১৭ শুক্রবার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে আবারও নির্বাচন করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দুপুরে সদর উপজেলা পরিষদে চা শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনে অংশ নেয়ার কথা জানান তিনি। এর আগে অর্থমন্ত্রী একাধিক অনুষ্ঠানে আগামী নির্বাচনে অংশ না নেয়ার কথা বলেছিলেন। সেসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনে তার পক্ষে ভোট প্রার্থনা করেন।