প্রাণেশ স্যার আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৬ এএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার | আপডেট: ১১:২৭ এএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের শিক্ষক, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক, শিক্ষাবিদ প্রাণেশ কুমার চৌধুরী (৮১) আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন, দেশ-বিদেশে অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দির শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাহকার্য সম্পন্ন হয়।
‘পি.কে.সি স্যার’ নামে পরিচিত প্রাণেশ কুমার চৌধুরীর গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার পাহাড়পুরে। তিনি ১৯৬৪ সালে গুরুদয়াল সরকারি কলেজে যোগদান করেন। তিনি ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অধ্যাপনাকালে তিনি বহুক্ষেত্রে বহু কীর্তিমানকে ছাত্র হিসেবে পেয়েছেন। তিনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদেরও শিক্ষক। এ ছাড়া তিনি মননশীল-সৃজনশীল সাহিত্যচর্চায় আমৃত্যু নিমগ্ন থেকেছেন। ইংরেজি, ফারসি, রুশ সাহিত্যের ওপর পাণ্ডিত্য অর্জনকারী প্রাণেশ কুমার চৌধুরী কবিতা, ছোটগল্প, প্রবন্ধ রচনা ছাড়াও অনেক কবিতা ও ছোটগল্প অনুবাদ করেছেন। দেশের বিভিন্ন ইংরেজি ও বাংলা দৈনিক এবং সাময়িকীতে তার বহু রচনা প্রকাশিত হয়েছে।
তার মৃত্যুর খবরে কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক পরিমণ্ডলে শোকের ছায়া নেমে আসে। শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদও। এক শোকবার্তায় তিনি প্রয়াত অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরীর মৃত্যুতে তার দীর্ঘদিনের সহকর্মী অধ্যাপক রফিকুর রহমান চৌধুরী, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানসহ বিশিষ্টজন শোক প্রকাশ করেছেন।
এসএ/
