ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

ম্যাচের সময় মাথায় আঘাত, মারা গেলেন সুমো কুস্তিগির (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার

মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন জাপানের এক সুমো কুস্তিগির। এক মাস আগে ম্যাচের সময় তিনি মাথায় মারাত্মক চোট পান। সেই চোটে ভুগেই মারা গেলেন হিবিকিরিউ নামের এই কুস্তিগির।

জাপান সুমো অ্যাসোসিয়েশন জানিয়েছে, তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগে মারা যান। তার আসল নাম মিৎসুকি আমানো।

এদিকে হিবিকিরিউ’র মৃত্যুতে সমালোচনার মুখে পড়েছে ক্রীড়া ইভেন্টটি। চোট পাওয়ার পর তাকে মেডিকেল সহায়তা দিতে দেরি হওয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। কুস্তিগিরদের সুরক্ষার বিষয়টিও এতে উঠে এসেছে।

হিবিকিরিউ’র আঘাত পাওয়া ম্যাচের সেই ভিডিওতে দেখা যায়, মাথায় আঘাত পেয়ে তিনি শুয়ে আছেন অনড়। এ সময় প্রতিপক্ষ খেলোয়াড় তাকে পরীক্ষা করেন। সে সময় সামান্য একটু মাথায় নাড়ান তিনি। পরে হিবিকিরিউকে স্ট্রেচারে করে গাড়িতে তোলা হয় এবং টোকিওর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেখুন সেই ভিডিও :

 


এসএ/