ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার

বিপ্লবী রবি নিয়োগীর ১১২তম জন্মবার্ষিকী আজ। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন লড়াকু সৈনিক ছিলেন। মানুষের অধিকার রক্ষায় টঙ্গ আন্দোলন, তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ছিল সক্রিয় অংশগ্রহণ।

তিনি শেরপুর শহরের গৃর্দানারায়ণপুর মহল্লার (পুরাতন গরুহাটি) জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।

আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী আন্দামান সেলুলার জেলসহ বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। স্বাধীন বাংলাদেশের মাটিতেও জিয়া ও এরশাদ সরকারের আমলেও তিনি কারাভোগ করেন। বিপ্লবী রবি নিযোগী কলম সৈনিক হিসেবেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠ ছিলেন। তিনি বিনা বেতনে সাপ্তাহিক একতা ও দৈনিক সংবাদের শেরপুর জেলা বার্তা পরিবেশক হিসেবে আজীবন কাজ করেছেন।

২০০২ সালের ১০ মে সূদীর্ঘ কর্মময় জীবনের সমাপ্তি ঘটে তার। মানবমুক্তির লড়াইয়ের ধারায় লড়াকু মানুষের প্রেরণা হয়ে রয়েছেন বিপ্লবী রবি নিয়োগী।

বিপ্লবী রবি নিয়োগীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় শহরের নিউমাকের্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলা সিপিবির সম্পাদক সোলেমানের নেতৃত্বে কমরেড রবি নিয়োগীর বাড়িতে ফুল দিয়ে কর্মীরা শ্রদ্ধা জানান।
সূত্র : বাসস
এসএ/