ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মর্ডানার টিকাকে তালিকাভুক্ত করলো ডব্লিওএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১ মে ২০২১ শনিবার

বিশ্ব স্বাস্ব্য সংস্থা কিংবা ডব্লিওএইচও জরুরি ব্যবহারের জন্য করোনার মর্ডানার টিকা তালিকাভুক্ত করেছে। শুক্রবার সংস্থাটি এ কথা জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তালিকাভুক্ত হওয়া এটি করোনার পঞ্চম টিকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে কোভ্যাক্সের আওতায় দরিদ্র দেশগুলোতেও এখন এ টিকা সরবরাহ করা যাবে।

যুক্তরাষ্ট্র ২০২০ সালের ১৮ ডিসেম্বর মর্ডানা ভ্যাকসিনের অনুমোদন দেয়।

ডব্লিওএইচও এক বিবৃতিতে বলছে, স্ট্র্যাটেজিক এডভায়জরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশান (এসএজিই) মর্ডানার টিকা ৯৪.১ শতাংশ পর্যন্ত কার্যকর বলে উল্লেখ করেছে।

ডব্লিওএইচও এর আগে ফাইজার/বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনকা, সেরাম ইন্সস্টিটিউট অব ইন্ডিয়া এবং জনসনের টিকার অনুমোদন দিয়েছে।

এদিকে, মর্ডানা বৃহস্পতিবার বলেছে, ২০২২ সাল নাগাদ তারা টিকার ৩শ কোটি ডোজ পর্যন্ত উৎপাদন করবে।
এসএ/