ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

তিন মামলায় মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডের আবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২ মে ২০২১ রবিবার

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলায় আদালতে ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, এর মধ্যে রিসোর্টে মামুনুলের সঙ্গীনি জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় ১০ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। এ ছাড়া রয়েল রিসোর্টে হামলা ও সহিংসতার ঘটনায় অপর দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

এদিকে আগামী ৯ মে রিমান্ড শুনানির দিন ধার্য্য করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মেদ হুমায়ন কবিরের আদালত।

প্রলোভন দেখিয়ে বিয়ে না করা এবং আটক রাখার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে শুক্রবার সকালে সোনারগাঁও থানায় মামলা করেন জান্নাত আরা ঝর্ণা।

গত ৩ এপ্রিল মামুনুল হক সোনারগাঁও রয়েল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে গেলে হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। হামলার পর অনুসারীরা মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা চালায়। এ ঘটনায় মামুনুল হককে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।

এএইচ/