ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ভ্যাট নিয়ে সমালোচনার বেশিরভাগই সঠিক নয়

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০২:২৫ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার

ভ্যাট নিয়ে সমালোচনার বেশিরভাগই সঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।
সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট ভবনে দুই দিনব্যাপী অনলাইন ভ্যাট ট্রেনিং কার্যক্রম উদ্বোধনের সময় এ’ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইন্সিটিটিউটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো জানান, ভ্যাট বিষয়ে জনগণকে সচেতন করতে সারাদেশে অনলাইন ভ্যাট সার্ভিস দেয়া শুরু হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের তুলনায় বাংলাদেশে ভ্যাট কম বলেও দাবি করেন এনবিআর চেয়ারম্যান। এ’সময় রাজস্ব কর্মকর্তাদের চূড়ান্ত বাজেটের সিদ্ধান্ত অনুযায়ি কাজ করার নির্দেশনা দেন তিনি।