ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

জয়পুরহাটে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ১

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:৫১ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার

joypurhatজয়পুরহাটে অপহরণের ১২ ঘন্টা পর অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ। এদিকে সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিক ৫ দিন ধরে নিখোঁজ। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে  অপহরণন করে প্রতিবেশী উজ্জল। রাতে ওই মেয়ে তার মামাকে ফোনে বিষয়টি জানায়। পরে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে কালাইয়ের বিয়ালা গ্রামের রাজ্জাকের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। আটক করা হয় একজনকে। এদিকে সাভারের আশুলিয়ার শ্রীপুরে আশিক নামের এক পোশাক শ্রমিক ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সন্ধান না পাওয়ায় ক্ষুব্ধ ও হতাশ পরিবারের স্বজনরা।