ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৬:১০ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার

কক্সবাজার সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, সাইফুল ইসলামের পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহাব উদ্দিনের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল । এর জের ধরে গেল রাতে চৌফলদন্ডীর আদর্শ পাড়ায় সাইফুলের সঙ্গে শাহাব উদ্দিনের বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে শাহাবৃুদ্দিনের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।