ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

রাজবাড়ীতে শনাক্ত আরও ১৬ জন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০১ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে আরও ১৬ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। সদর উপজেলাতে ১৪ জন, পাংশাতে ২ জনসহ জেলায় মোট ১৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। গত ২ ও ৩ মে তারিখে ৯৯ জনের নমুনা আইসিডিডিআরবিতে পিসিআর টেস্টে ১৩ জন ও সদর হাসপাতালে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৩ জন নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হন। 

এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬ জনে। এর মধ্যে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন ২৪৭ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ৮ জন ও পাংশা স্বাস্থ্য কেন্দ্রে ১ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

এছাড়া জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। অন্যদিকে সুস্থ্য হয়েছেন ৩৭৮৩ জন। আজ শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও রাজবাড়ীতে পিসিআর ও র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট করে ১৬ জনের করোনা শনাক্ত পাওয়া যায়।

এনএস/