ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

ভালুকা প্রেসক্লাবের উদ্যেগে ১শ পরিবার পেল ঈদ উপহার

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৮ মে ২০২১ শনিবার

ভালুকা উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে সুধীজনদের সহায়তায় উপজেলার ১শ প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র পরিবার পেয়েছে চাল, ডাল, চিনি, তৈল, সেমাই, সাবনসহ ৭ দিনের খাদ্য সহায়তা ও ঈদ উপহার সামগ্রী।

বৃহস্পতিবার (৬ মে) বিকালে ভালুকা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবার সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল, একুশে টেলিভিশনের ভালুকা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এস এম জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সেবা হাসপাতালের নির্বাহী পরিচালক লুতফর রহমান, প্রেসক্লাবের সদস্য সচিব মোমিনুল ইসলাম মোল্লা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ভালুকা পৌর শাখার আহ্বায়ক সঞ্চয় বিশ্বাস, যুগ্ন আহ্বায়ক ও সেচ্চাসেবী ডেন্টিস্ট সুরাইয়া শিউলী, উপজেলা প্রেসক্লাব সদস্য, কাজী জাহাঙ্গীর, আদ্রিয়া রুম্পা, আনিছ মাল, তাপস দেবনাথ, জাকিয়া সুলতানা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএস/