ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

নাসিরনগরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১ পিএম, ৮ মে ২০২১ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের প্রাদুভার্বকালে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার ১ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।

নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজ মাঠে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে প্রত্যেককে ১০ কেজি চাল,১ কেজি সয়াবিন তেল,১ কেজি পেয়াঁজ,আধা কেজি চিনি,আধা কেজি ডাল ও ১ প্যাকেট সেমাই দেয়া হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান,পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন,বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের এই পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়েছেন। কেউ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে প্রণোদনার আওতায় আনা হবে। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। 
কেআই//