ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

অস্ট্রেলিয়ার সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০০ পিএম, ৯ মে ২০২১ রবিবার | আপডেট: ০৮:০২ পিএম, ৯ মে ২০২১ রবিবার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দেশটির সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার সংক্রমণ অব্যাহত রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশের সীমান্ত খুলে দেয়ার কোন ইচ্ছে অস্ট্রেলিয়ানদের নেই।

এর আগে অস্ট্রেলীয় সরকার বলেছিল, দেশটির সকল বয়স্ককে করোনার টিকা দেয়ার পর সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে। তবে মরিসন বলছেন, তিনি এ বিষয়ে কোন নিশ্চয়তা দিতে পারছেন না।

তিনি বলেন, আমি মনে করি অস্ট্রেলিয়ানরা এ মুহূর্তের বিধি নিষেধই মেনে চলতে চাইবে।

প্রাথমিকভাবে দেশটির সরকার অক্টোবরের মধ্যে সকল নাগরিককে টিকার আওতায় নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সরবরাহ সংকটের কারণে তা আর সম্ভব হচ্ছে না।

এসি