ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

প্রতিবেশীর রান্না ঘর থেকে শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১০ মে ২০২১ সোমবার

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৩ দিন পর প্রতিবেশীর রান্না ঘর থেকে আরাফত নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় গৃহবধূ কোহিনুরকে আটক করেছে পুলিশ। 

আজ সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দাড়েপাড়া গ্রামের ছপের মালের রান্না ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শুক্রবার সকাল ৯টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ছপের মালের রান্নাঘর ঘর থেকে লাশের দুর্গন্ধ ছড়ালে তার স্ত্রী কোহিনুর রান্নাঘরে পুতে রাখা শিশুর বস্তাবন্দি লাশ তুলে পুনরায় মাটি খুড়ে চাপা দেওয়ার চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা দেখে ফেলায় কোহিনুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ এসে নিহত শিশুটির লাশ উদ্ধার করে এবং কোহিনুরকে আটক করে। 

ধারণা করা হচ্ছে, শুক্রবার সকালে শিশুটিকে অপহরণ করে কোহিনুর ও তার স্বামী ছপের মাল হত্যা শেষে রান্নাঘরের মাটি খুড়ে পুঁতে রাখে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, এ ঘটনায় কোহিনুর নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।  
এএইচ/এসএ/