ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

প্রধানমন্ত্রীর সুইডেন সফরে সহযোগিতা আরো গভীর ও সম্প্রসারিত হবে

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৩:১২ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার

প্রধানমন্ত্রীর সুইডেন সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর ও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম সরকারি সফরে সুইডেনে যাচ্ছেন। মঙ্গলবার ঢাকা ছাড়বেন শেখ হাসিনা। পথে লন্ডনে তিনি যাত্রাবিরতি করবেন। এই সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া সুইডেনের উপপ্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার এবং বিচার ও অভিবাসনমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে বলে জানান তিনি। সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।