গোয়েন্দা কমিটির মুখোমুখি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল
প্রকাশিত : ০২:৪০ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৩:০৬ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার

রুশ আঁতাতের ঘটনায় সাবেক এফবিআই প্রধান জেমস কোমির সাক্ষ্যের প্রেক্ষিতে এবার মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির মুখোমুখি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন।
শনিবার এক চিঠিতে তিনি জানান, মঙ্গলবার সিনেট ইন্টেলিজেন্ট কমিটিতে সাক্ষ্য দেবেন। এরআগে গেল সপ্তাহে রুশ আঁতাতের ঘটনা তদন্ত না করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দেন বলে অভিযোগ করেন জেমস কোমি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ আঁতাতের ঘটনায় এফবিআইয়ের তদন্ত দলে প্রথমদিকে জেফ সেশন ছিলেন। পরে তার বিরুদ্ধেও রাশিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগ উঠলে তদন্ত দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।