ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

জয় পেয়েছেন লাটভিয়ার জেলিনা ওসটাপেনকো

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০২:৫৭ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার

ফ্রেঞ্চ ওপেন টেনিসে মেয়েদের এককে শিরোপা জয় করে রেকর্ড গড়লেন লাটভিয়ার জেলিনা ওসটাপেনকো। ফাইনালে রোমানিয়ান তারকা সিমোনা হালেপকে হারান ২৩ তম বাছাই জেলিনা।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে এই লাটভিয়ান তারকা জিতেছেন ৪-৬, ৬-৪ ও ৬-৩ গেমে। ফাইনালে হালেপ ফেভারিট থাকলেও দারুন সাফল্যে চমক দেখান ওসটাপেনকো। প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ওসটাপেনকো। তবে, তৃতীয় ও শেষ সেটে অনেকটা সহজ জয় দিয়ে প্রথমবারের মত কোন গ্রান্ডস্লামের শিরোপা জেতেন এই লাটভিয়ান।