ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ডিরেক্ট মেসেজের আগে সতর্কবার্তা দেবে টুইটার

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০১:৪৫ পিএম, ১২ জুন ২০১৭ সোমবার

টুইটারে ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের সুবিধা, অর্থাৎ ‘ডিরেক্ট মেসেজিং (ডিএম)’ একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ সেবা। তবে এ সুবিধায় অনেক টুইটার ব্যবহারকারী মাঝেমধ্যে ভোগান্তিতে পড়েন। ব্যক্তিগত বার্তা আদান-প্রদান করতে গিয়ে অনেক সময় সেই বার্তা সরাসরি টুইট হয়ে যায় টুইটারে। তবে এ সমস্যার সমাধান বের করেছে টুইটার।

ডিএমের কারণে বিব্রতকর পরিস্থিতি ঠেকাতে কোনো ব্যক্তিগত বার্তা টুইট হওয়ার আগেই ব্যবহারকারীকে সতর্ক করে দেওয়ার ব্যবস্থা করছে টুইটার। টুইটার অ্যাপের সর্বশেষ সংস্করণ হালনাগাদ করলেই নতুন এই সুবিধা পাওয়া যাবে। সরাসরি বার্তা প্রেরণের আভাস পেলেই অ্যাপটি ‘আপনি এটি টুইট করছেন’ সতর্কবার্তা দেখাবে। সূত্র: ম্যাশেবল