সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন জমা ২৬ জুলাই
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৪৯ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার

সাংবাদিক দম্পতি সাগর০রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৪৭ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে ২৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদন মেহেরুন রুনি।