ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

টাঙ্গাইলে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২২ মে ২০২১ শনিবার | আপডেট: ০৬:৪০ পিএম, ২২ মে ২০২১ শনিবার

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত(১০)।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া জানান, নিহত শিশু দুটি বাবার সাথে বাঘিল আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে আত্বীয় বাড়ির পাশের একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
কেআই//