ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

সাংবাদিক মাসুদ করিমের মায়ের ইন্তেকাল 

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২৪ মে ২০২১ সোমবার

দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক ও ঢাকাস্থ নেত্রকোনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ করিমের মা আয়শা আক্তার খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার দুপুরে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।  তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। 

মঙ্গলবার ভোরে মরহুমার নামাজে জানাজা বারহাট্টা উপজেলার কদম দেউলী গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক মাসুদ করিমের মায়ের মৃত্যুতে ঢাকাস্থ নেত্রকোনা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আজকালের খবর-এর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার গভীর শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

এছাড়াও মাসুদ করিমের মায়ের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন। 
কেআই//