জয়পুরহাটে ট্রাক্টর উল্টে চালক নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
		
	জয়পুরহাটের কোমরগ্রাম চারমাথা এলাকায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আব্দুল আলী (৫৫) নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪৫) নামে একজন কৃষক আহত হয়েছে।
সোমবার ( ২৪ মে ) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলী ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামে মৃত আব্দুল মালেকের ছেলে। আহত কৃষক আনোয়ার হোসেন সদর উপজেলার কোমরগ্রাম গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, বটতলী বাজার  থেকে একটি খালি ট্রাক্টর পাঁচবিবিতে বালু নেওয়ার উদ্দেশ্য যাচ্ছিলেন। পথে কোমরগ্রাম চারমাথা এলাকায় আনোয়ার হোসেন নামে এক কৃষক খড় শুকানোর কাজ করছিলেন এসময় ট্রাক্টরটি তাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে উল্টে পড়ে যায়। চালক আব্দুল আলী ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলী মারা যান। 
কেআই// 
