ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৬ মে ২০২১ বুধবার

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শেফা আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় জেলা শহরের গোকর্ণঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফা আক্তার উপজেলার পুনিয়াউট এলাকার কাসেম মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ নানুকে দেখতে সোমবার তার মায়ের সঙ্গে নানা বাড়ি গোকর্ণঘাট যায় শেফা। মঙ্গলবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়েছিল সে। কিন্তু কিছু সময় পর শেফাকে দেখতে না পেয়ে সবাই পুকুরে শিফাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে শেফাকে উদ্ধার করেন স্বজনেরা।

শেফাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, শেফাকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। ফুসফুসে পানি ও পেটে পানি জমার কারণে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে।

এই ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এএইচ/