আপটা চুক্তির দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে অনুমোদন
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১২ জুন ২০১৭ সোমবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ১২ জুন ২০১৭ সোমবার

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি-আপটা’র দ্বিতীয় সংশোধনী অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে আপটাভুক্ত দেশগুলোতে দ্বিগুণেরও বেশি বাংলাদেশি পণ্যের শুল্ক-সুবিধা বাড়বে।
সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। আগে আপটা সদস্যভুক্ত দেশগুলোতে বাংলাদেশের ৪ হাজার ৬শ’ ৪৮টি পণ্যের শুল্ক-সুবিধা পাওয়া যেত। এখন ১০ হাজার ৬শ’ ৭৭টি পণ্যের শুল্ক-সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭-এর নীতিগত অনুমোদনও দেয়া হয়। বৈঠকে যুক্তরাজ্যের নির্বাচনে পুনরায় ব্রিটিশ পার্লামেন্টের সাংসদ নির্বাচিত হওয়ায় তিন বাঙালি কণ্যা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানায় মন্ত্রিসভা।