ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

কল্পনা চাকমার অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১২ জুন ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ১২ জুন ২০১৭ সোমবার

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিল উইমেন্স ফেডারেশন ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক আয়োজিত আলোচনায় তারা এই দাবি জানান। অপহরণকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের সদস্য খুশী কবীর। ১৯৯৬ সালের ১২ জুন তৎকালীন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়।