ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

বরিশালে ৫০ গ্রাম প্লাবিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার

নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বরিশাল জেলায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন ২০ হাজারের অধিক মানুষ। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামীণ কাঁচাপাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ শুক্রবার (২৮ মে) বরিশালের কীত্তনখোলার পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ও মেঘনার পানি হিজলার আবুপুর পয়েন্টে ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে।

বরিশাল নগরীর পলাশপুর, রসুলপুর প্লাবিত হয়েছে, এমনকি সদর রোডেও পানি উঠেছে। 

ঝড়ের প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বরিশালের উজিরপুরের সাতলা বাগদা, বরিশাল সদর উপজেলার লামচরি, শায়েস্তাবাদের আইচা, বাকেরগঞ্জের নলুয়া নদী রক্ষাবাধঁ, পাদ্রীশিবপুর স্লুইসগেট ভেঙ্গে গেছে। হিজলায় ৩শ’ মিটার বাঁধ ধ্বসে গেছে। মুলাদীর কাজিরচর ও চরকালেকা ইউনিয়নে পানির তোরে সড়ক ভেঙ্গে গেছে, মেহেন্দীগঞ্জে ৭টি ইউনিয়ন ৩০টি গ্রাম পানিতে ডুবে গেছে। শ্রীপুরের বাহের চরে ৫টি ঘর পানির চাপে পড়ে গেছে। 

এ ছাড়াও ঝড়ের কারণে ফসল ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ঝড়ে ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণের কাজ চলছে।

এএইচ/