ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

বাগেরহাটে যুবলীগ নেতার নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৯ মে ২০২১ শনিবার

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন রাড়ীপাড়া ইউনিয়নের সহাস্রাধিক মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন, রাড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ দত্ত্ব, কচুয়া উপজেলা পরিষদের প্রায়ত চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের স্ত্রী রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাসলিমা বেগম, নাজমা বেগম, সাইনবোর্ড বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণ প্রসাদ দেবনাথ, রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ তুহিন মাহমুদ, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, ছাত্রলীগ নেতা ইউসুফ শেখ, হাসান প্রমুখ।

বক্তারা বলেন, একটি তুচ্ছ ঘটনা নিয়ে রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর নামে একটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। কচুয়া উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের পরিবারকে হেয়-প্রতিপন্ন ও ধ্বংস করার জন্য তারা এই মামলা দিয়েছে।

এনএস/