কমরেড সৈয়দ জাফর এর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৯ মে ২০২১ শনিবার
বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির বলয় গড়ে তোলার ক্ষেত্রে কমরেড সৈয়দ জাফর-এর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে এক অলোচনা সভায় বক্তারা উল্লেখ করেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবু জাফর আহমেদ-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা আজ একথা বলেন।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন । সভা পরিচালনা করেন করেন সিপিবি সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন।
সভায় বক্তারা বলেন, ‘সৈয়দ আবু জাফর আহমদ ছিলেন আদর্শ ও নীতির প্রশ্নে অত্যন্ত দৃঢ় মনোভাবাপন্ন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও সজ্জন। রাজনৈতিক প্রজ্ঞা ও চারিত্রিক দৃঢ়তার কারণে পার্টির নীতি-আদর্শ ও রাজনৈতিক লাইন বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আপসহীন ভূমিকা পালনে সক্ষম হয়েছেন।
তারা বলেন, বিলোপবাদীদের পার্টি ধ্বংসের অপচেষ্টা রুখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছেন।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে সৈয়দ আবু জাফর এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া সৈয়দ আবু জাফর এর মৃত্যুবার্ষিকীতে সিপিবি মৌলভীবাজার, খুলনা জেলায় আলোচনা সভার আয়োজন করা হয়।
আরকে//
