ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

তিস্তার পানি বন্টনের ফ্রেমওয়ার্ক চূড়ান্ত-পানিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৩ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:৫৪ পিএম, ১৩ জুন ২০১৭ মঙ্গলবার

বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় তিস্তার পানি বন্টনের ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
সংসদের প্রশ্নোত্তরপর্বে এক প্রশ্নের জবাবে তিনি সংসদে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ফেনী নদীর অন্তবর্তীকালীন পানি বন্টনচুক্তির ফ্রেমওয়ার্কও প্রায় চূড়ান্ত।এছাড়া মনু, মুহুরী, খোয়াই, গোমতী বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এদিকে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আবগারি শুল্ক কমানো, আয় ব্যায়ের কাঠামো দূর্বলতা দূর করাসহ বিভিন্ন দিক আলোচনা করেন সাংসদরা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা ছাড়া কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলেও সমালোচনা করেন তারা।